গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, মা হওয়ার পর নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি। কন্যা দুয়াই এখন তাঁর প্রথম প্রাধান্য। চলতি বছরের পর মাঝামাঝি জানা যায়, সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েছেন। জানা যায়, প্রতিদিন আট ঘণ্টা শুটিংয়ের শিফট নিয়ে নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরেই বাদ পড়েন তিনি। কিছুদিন আগে এক কারণে ‘কাল্কি ২৮৯৮’-এর সিকুয়েল থেকেও বাদ পড়েন অভিনেত্রী। বিষয়টির পক্ষে-বিপক্ষে প্রবল বিতর্ক হলেও এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে আট ঘণ্টার শিফট নিয়ে মুখ খুললেন দীপিকা। সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রজগৎকে আমরা শিল্প বলি বটে, কিন্তু সত্যিকার অর্থে আমরা কখনো শিল্পের মতো কাজ করিনি।’ ‘পুরুষ তারকারা বহু বছর ধরেই ৮ ঘণ্টা কাজ করেন’ উল্লেখ করে দীপিকা...