চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। তার গতিময় বোলিং আর নিখুঁত সুইংয়ে বিপক্ষ ব্যাটাররা রীতিমতো ভোগান্তিতে পড়ছেন। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে সাবেক ইংলিশ অলরাউন্ডার নাসের হোসেন সবাই প্রশংসায় ভাসিয়েছেন এই টাইগ্রেস পেসারকে। কিন্তু এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না মারুফার জন্য। কখনো বাবার সঙ্গে কৃষিকাজে শ্রম দিয়েছেন, কখনো সহ্য করেছেন দারিদ্র্য ও সমাজের কটূ মন্তব্য। ছোট শহরের এক মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্নে যত বাধাই আসুক, তিনি থামেননি। সম্প্রতি আইসিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন সময়গুলোর কথা বলতে গিয়ে চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেননি। অশ্রুসিক্ত চোখে মারুফা বলেন, ‘কোথাও যদি বিয়ে বা কোনোকিছু (অনুষ্ঠান) হয়, দাওয়াত দেয় না? আমাদেরকে সেটাও দিতো না। বলতো ওদের ড্রেস নাই,...