টেকসই পারমাণবিক সংযোজন শক্তি উৎপাদনের পথে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। তারা এমন এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছেন, যা ‘কৃত্রিম সূর্য’ নামে পরিচিত টোকামাক রিঅ্যাক্টরের প্লাজমাকে আরও স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। নেচার প্রকাশনীর অধীনস্থ কমিউনিকেশনস ফিজিকস জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য উঠে এসেছে। সংযোজন শক্তি বা ফিউশন এনার্জি হলো এমন এক প্রক্রিয়া, যেখানে সূর্যের মতোই হালকা পরমাণুর কেন্দ্র একত্র হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যা সম্পূর্ণ কার্বনমুক্ত। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে টোকামাক নামে পরিচিত এই ডোনাট-আকৃতির রিঅ্যাক্টরের মাধ্যমে এমন শক্তি উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাকে বলা হয় “মানুষের তৈরি সূর্য”। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে দীর্ঘসময় স্থিতিশীল রাখা এবং এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে রিঅ্যাক্টরটি...