পর্দা নামতে চলেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের। বৃষ্টির বাধা, সূচিতে পরিবর্তন, ভেন্যু পরিবর্তনের পর মাঠে গড়িয়েছে এবারের দ্বিতীয় আসর। দেখতে দেখতে চলে এসেছে ফাইনাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল( ১২ অক্টোবর) রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগ। এনসিএলের দ্বিতীয় আসরে পরপর দুটি কোয়ালিফায়ারে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে চট্টগ্রাম বিভাগ। প্রথম কোয়ালিফায়ারে বৃষ্টির বাধা পেরিয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খুলনা। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে এনসিএল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে চট্টগ্রাম। সাদিকুর রহমান ৪৮ বলে ৫৮ এবং ইয়াসির আলি ২৭ বলে ৫৩ রানের ঝড়ো...