বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে ফ্রান্স। শুক্রবার আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জিতে টানা তিন ম্যাচ জিতে ফেলল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা দশম ম্যাচে গোল করে দলকে আরেকটি জয়ে নেতৃত্ব দিলেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৩তম গোল এবং চলতি মৌসুমে ১৭তম গোল। এমবাপ্পের গোলটি ছিল দেখার মতো। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডি-বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান পোস্টের ডান কোণ দিয়ে। এই নিয়ে টানা দশ ম্যাচে গোল পেলেন রিয়াল মাদ্রিদ তারকা। চলতি বছর এ পর্যন্ত ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ ম্যাচে খেলেছেন এমবাপ্পে—যার মধ্যে ১২ ম্যাচেই তিনি গোল করেছেন। গতকাল ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি অ্যাসিস্টও করেছেন। ২০২৩ সালে ফ্রান্সের অধিনায়ক হওয়ার পর থেকে ক্যারিয়ারের সবচেয়ে সফল মৌসুম উপভোগ করছেন এই বিশ্বকাপজয়ী তারকা।...