জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ও অতিদ্রুত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল ইনকিলাব মঞ্চ। সেখানে ৫ দফা দাবি উত্থাপন করেছেন দলটির মুখপাত্র শরিফ উসমান হাদি। সেখানে উঠে এসেছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এই ৫ দফা উত্থাপিত হয়। ১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ০২. গুম-খুনে সরাসরি ইন্ডিয়ার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ০৩. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ...