আজ বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম নেওয়া এই মানুষটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু পর্দায় নন, কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে চলেছেন। ‘জঞ্জির’ থেকে ‘শোলে’, ‘দিওয়ার’ থেকে ‘পিকু’-সময়ের পর সময় তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। বয়স যেন তার কাছে কেবল সংখ্যা। আজও তিনি বলিউডের সবচেয়ে ব্যস্ত ও সম্মানিত অভিনেতাদের একজন। জন্মদিনে চলুন দেখে নেই অমিতাভ বচ্চনের জীবনের কিছু দুর্লভ ও অচেনা মুহূর্ত, যা হয়তো অনেকেরই দেখা হয়নি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ১৯৪০-এর দশকের একটি সাদাকালো ছবি, ছোট্ট অমিতাভ তার মা তেজী বচ্চন ও ছোট ভাই অজিতাভের সঙ্গে। তখন কে জানত, এই নীরব ছেলেটিই একদিন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নাম হয়ে উঠবেন।...