শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলীর কাব্যগ্রন্থ ‘আমার বিষন্ন শব্দাবলি’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজন করছে পেন বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কবি নোমত উল্যা ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধন করবেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে আরও আলোচনা করবেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা এবং গবেষক ও অনুবাদক কবি ড. গৌরাঙ্গ মোহান্ত। সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। উল্লেখ্য, বিশিষ্ট কবি তালুকদার...