১১ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আগামীকাল ১২ অক্টোবর, রোববার প্রচার হবে এর ৫০তম পর্ব। নাটকের গল্পে দেখা যায়, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের গায়ের রঙ কালো হওয়ায় বিয়ে হচ্ছে না তার। তাই ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না।কেননা তাদের বাবার এক কথা, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইয়েরা বিয়ে করতে পারবে না। এ নিয়েই চলছে বিপত্তি। মূলত পারিবারিক হাস্যরসাত্মক গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি, যেখানে দৈনন্দিন সম্পর্কের নানারকম চিত্র উঠে আসে। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় ‘শাদী মোবারক’ পরিচালনা করেছেন শামীম জামান। এতে...