নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক অবশেষে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ইকবাল সেন্টার থেকে প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকের দীর্ঘদিনের ব্যয়বহুল ভাড়ার বোঝা কমাতে এই উদ্যোগ নিয়েছে। অভিযোগ রয়েছে, ভবনের মালিক ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ব্যাংককে বাজারমূল্যের চেয়ে বেশি ভাড়া দিতেন, যা প্রতিষ্ঠার পর থেকেই চলে আসছিল। ব্যাংকের ২৬ বছরের ইতিহাসে তিনিই চেয়ারম্যান ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে তিনি পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের নির্দেশে নতুন পর্ষদ গঠিত হয়। পুনর্গঠিত এই পর্ষদ শুধু প্রধান কার্যালয় নয়, গুলশান ও বারিধারা শাখাও স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। ব্যাংক সূত্র জানিয়েছে, নতুন ভবনে গেলে ভাড়া খরচ অর্ধেকে নেমে আসবে। ইতিমধ্যে প্রধান কার্যালয় ও দুটি শাখার জন্য ভবনের আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। বাংলাদেশ...