নিজস্ব প্রতিবেদক : উত্তর ইউরোপের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬ নিয়ে এসেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করতে আগ্রহী মাস্টার্স, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষকদের জন্য এটি একটি আন্তর্জাতিক বৃত্তি। বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষকরা নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে এক মাস গবেষণা করার সুযোগ পাবেন। নাগরিকত্ব নির্বিশেষে এই বৃত্তিতে আবেদন করা যাবে। মূল লক্ষ্য হলো আফ্রিকা-বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক গঠন। বাসস্থানের শহর থেকে আপসালা পর্যন্ত কম খরচের ইকোনমি ক্লাস বিমানের টিকিট এবং ফেরত যাত্রার খরচ বহন। আপসালার কেন্দ্রীয় এলাকায় বিনামূল্যে থাকার ব্যবস্থা। প্রতিদিনের জন্য ৪০০ সুইডিশ ক্রোনার (SEK) ভাতা প্রদান। আবেদনকারীকে...