নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস পিএলসি দেশের উদীয়মান বেসরকারি ক্রেডিট রিপোর্টিং খাতে প্রবেশের ঘোষণা দিয়েছে। তারা সিটি ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সিটি ক্রেডিট ব্যুরো পিএলসি’তে ইক্যুইটি অংশীদার হিসেবে বিনিয়োগ করতে যাচ্ছে। কোম্পানিটি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, তারা সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করবে। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধানের জন্য আইটি কনসালট্যান্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দীন মুনির-কে মনোনীত করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে লেটার অফ ইন্টেন্ট (এলওআই) পেয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের ঋণপ্রাপ্তি সহজ হবে, আর্থিক খাতে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের ক্রেডিট...