নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকায় অবস্থানরত কূটনীতিক ও বিএনপির অভ্যন্তরীণ মহলে এই খবর গুঞ্জরিত হচ্ছে। তারেক রহমানের এক ঘনিষ্ঠ উপদেষ্টা জানান, “অনিশ্চয়তা কাটিয়ে এখন দৃঢ় সিদ্ধান্ত হয়েছে, তিনি নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে দেশে ফিরতে চান। এ সময়ে লন্ডন থেকে ঢাকা যাত্রা হতে পারে।” সূত্রে জানা যায়, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে আসবেন। তবে আগে ওমরা পালনের জন্য সৌদি আরব সফর করার সম্ভাবনাও রয়েছে। গত কয়েক মাসে লন্ডনে তারেক রহমান যুক্তরাজ্যের কিছু প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেশে ফেরার ইচ্ছা...