ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেলেও মাঠে ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তবে হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে বসে পরিবারের সাথে খেলা উপভোগ করেছেন তিনি।কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্তেই মেসি এই ম্যাচে অংশ নেননি। অধিনায়কের অনুপস্থিতির মূল কারণ হলো, কোচিং স্টাফ তাকে বিশ্রাম দেওয়ার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন। গত এক মাসে ইন্টার মায়ামির হয়ে ২৭ দিনের মধ্যে সাতটি ম্যাচ খেলায় তার উপর ব্যাপক ধকল গেছে। এই ম্যাচগুলোর মধ্যে নিউ ইয়র্ক এবং টরন্টোর মতো লম্বা সফরের ক্লান্তিও ছিল। এমএলএস-এর নিয়মিত মৌসুমের শেষ দিকের এই ম্যাচগুলো প্লে-অফে সেরা অবস্থান নিশ্চিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের আগেই স্কালোনি নিশ্চিত করেছিলেন যে মেসি খেলবেন না এবং এর কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, 'আমরা ওর সঙ্গে কথা বলেছি, এই ম্যাচগুলো নতুন কিছু চেষ্টা করে...