বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী তার আপন ভাই এবং ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেছিলেন। অভিনেতা দায়ের করা মামলা চালাতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) মুম্বাই হাই কোর্ট এই মামলা খারিজ করে দেয়। জানা যায়, ভাই শামসুদ্দিন সিদ্দিকী এবং ভাইয়ের প্রাক্তন স্ত্রী অঞ্জনা পাণ্ডের বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং মানহানির অভিযোগ ছিল নওয়াজ উদ্দিনের। শামসুদ্দিনকে অভিনেতা ২০০৮ সালে নিজের আপ্তসহায়ক পদে বহাল করেছিলেন। সেই অনুযায়ী অভিনেতার অর্থকরী লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্ড, ব্যাংকের চেকবই, পাসবই, পাসওয়ার্ড-সহ সমস্ত কিছুই ভাইয়ের দায়িত্বে ছেড়েছিলেন। কারণ, সমস্ত আর্থিক লেনদেন এবং তার হিসাব শামসুদ্দিনই দেখতেন বলে দাবি। নওয়াজ উদ্দিনের অভিযোগ, এই সুযোগ তার ভাই ব্যক্তিগত ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন। অভিনেতা অভিযোগ করে জানায় তার ভাই গোপনে মুম্বাইয়ের ইয়ারি রোডে...