“জীবনে প্রথমবার কাবা শরীফে আসা। আর প্রথমবার ঢুকেই কালো পাথরে চুমু দিতে পেরেছি, যেটাতে চুমু দেয়া ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার।” কাবা শরীফের সামনে বসে করা এক ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে এভাবেই নিজের উত্তেজনা আর উচ্ছ্বাসের কথা বলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। জানা গেছে বর্তমানে ওমরাহ পালন করতে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে। ভিডিওতে ইহরামের সাদা পোশাকে দেখা যায় অভিনেতাকে। উচ্ছ্বাস নিয়ে ফারহান এসময় আরো বলেন,“আলহামদুলিল্লাহ… আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দিন।...