নির্বাচনের জন্য যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মৌচাক কসমস সেন্টারে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত ‘নির্বাচনে পিআর পদ্ধতি’ নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা পিআর পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পিআর হোক— কোনো আপত্তি নাই।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে তামাশা করা হয়েছে।...