কবি, গীতিকার ও অভিনেতা— মারজুক রাসেল একাধিক প্রতিভার মালিক। তবে সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়ের মাধ্যমে বেশি আলোচনায় আসছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজনে এবং একক নাটকেও কাজ করছেন। এছাড়া, নিজের ফেসবুক পেজে ছোট ছোট ভিডিও প্রকাশ করে ফ্যানদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখছেন। ভিডিওগুলোতে থাকে রম্যতা ও হিউমারের ছোঁয়া। গত ৭ই অক্টোবর ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় মারজুককে দোকানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাস্তবে এমন ঘটনা হয়নি; ভিডিওটি ছিল কেবল অভিনয়ের মাধ্যমে ভিজুয়ালাইজেশন। ভিডিওতে ক্যাপশন এবং সংলাপ ছিল—-...