স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষায় প্রাণ দিয়েছেন ১১০ জন সীমান্তরক্ষী। এদের মধ্যে ২ জন মায়ানমার সীমান্তে এবং বাকিরা শান্তিবাহিনীর গুলিতে শহীদ হন। স্বাধীনতাপরবর্তী সময়ে দেশের মানচিত্র সুরক্ষায় অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের ১ জন বীর বিক্রম এবং ৮ বীর প্রতীক খেতাব অর্জন করেন। যাদের রক্তের বিনিময়ে আজও অটুট আমাদের প্রিয় মানচিত্র, আমাদের প্রিয় মাতৃভূমি। রাত্রি নামছে পাহাড়ে। ঘন কুয়াশায় ঢাকা বনপথে জোনাকি জ্বলে নিভে যাচ্ছে। হঠাৎ গর্জে উঠল স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ, পাহাড়ি নৈঃশব্দ্য ছিন্ন হয়ে গেল এক মুহূর্তে। রেজুপাড়া বিওপির পাশে পড়ে থাকা একটি বুটজোড়া সাক্ষী দেয়, আরেকটি তরুণ প্রাণ মিশে গেল সীমান্তের মাটিতে, বাংলাদেশের পতাকার জন্য। এটি কোনো উপন্যাস নয়, কোনো সিনেমার দৃশ্যও নয়, এটি বর্ডার গার্ড বাংলাদেশের ইতিহাস, যেখানে...