ভাদ্র পেরিয়ে আশ্বিন চলছে, কিন্তু আকাশে এখনও মেঘ, কখনও বৃষ্টি আবার বজ্রবৃষ্টি—কোথাও আবার ভ্যাপসা গরম। অথচ অক্টোবর মানেই তো সাদা মেঘে ছাওয়া শরতের আকাশ, হালকা শীতের আগমনী বার্তা। এমন অস্বাভাবিক আবহাওয়ায় প্রশ্ন উঠছে—শীত কবে নামবে? বাংলা ঋতুচক্র অনুযায়ী আশ্বিন ও কার্তিক শরৎকাল, অগ্রহায়ণ ও পৌষ হেমন্তকাল। এই সময়টাতেই সাধারণত শীতের আগমন ঘটে। কিন্তু এবছর মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের সেই পরিচিত শুষ্কতা এখনও দেখা যায়নি। আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও অক্টোবরজুড়ে দিনে গরম থাকবে। ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে বিদায় নেবে।” তাহলে শীত কবে নামবে? এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের...