পাঁচ দিনেরও কম সময়ের মধ্যে ১০ লাখ বার ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে এআই দিয়ে ভিডিও বানাতে সক্ষম ওপেনএআইয়ের নতুন অ্যাপ সোরা। এর মাধ্যমে ডাউনলোডের দিক থেকে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গিয়েছে অ্যাপটি। ‘সোরা’ অ্যাপটি এআই দিয়ে ভিডিও বানাতে সাহায্য করে ও অনেকটাই টিকটকের মত কাজ করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। সোরা প্রধান পিবলস বলেছেন, কেবল পাঁচ দিনেরও কম সময়ে ১০ লাখ বার ডাউনলোডের সীমা ছাড়িয়েছে অ্যাপটি, যা ‘চ্যাটজিপিটির থেকেও দ্রুত’। বিস্ময়কর বিষয় হচ্ছে, অ্যাপটি কেবল আমেরিকাতেই চালু হয়েছে এবং এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের বিশেষ আমন্ত্রণপত্র নিতে হয়। এরপরও এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে সোরা। টিকটকের মতোই সোরা-তে ব্যবহারকারীরা একের পর এক উলম্বভাবে সাজানো ভিডিও দেখতে পারেন। তবে পার্থক্য হল, এখানকার বিভিন্ন ভিডিও ব্যবহারকারীরা আপলোড করেন না; বরং এগুলো এআই নিজে তৈরি করে।...