ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সবসময়ই থাকেন আলোচনায়—কখনো অভিনয়ের জন্য, কখনো ব্যক্তিগত জীবনের গুঞ্জনে। এবারও ব্যতিক্রম নয়। পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমভঙ্গের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে সরগরম বিনোদন অঙ্গন।কিছুদিন ধরে শোবিজে কানাঘুষা চলছে— রনির জীবনে নাকি এসেছে নতুন একজন নারী, আর সাদিয়ার সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এতদিন নীরব থাকা সাদিয়া এবার মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’এর আগে একাধিক অনুষ্ঠানে সাদিয়া ও রনিকে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময় সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আবার অন্য এক ইভেন্টে দেখা যায়নি রনিকে। এই অনুপস্থিতিই প্রেমভাঙার গুঞ্জনে আরও আগুন জ্বালায়।বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাদিয়া বলেন, “সেদিন...