আজকের সকালটা আমাদের অনেকের জন্য চমৎকার একটা দৃশ্যপট এনেছে। এমনিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার দেশের মানুষের আলোচনার এক বিরাট বিষয়বস্তু হয়ে উঠেছে। পাড়ায় মহল্লায় বড়ো পর্দায় সেই ভিডিয়ো দেখচ্ছে মানুষ। আর আজ ঘুম থেকে উঠে সকালটা শুরু হলো এক তাঁর দেওয়া অনুপ্রেরণামূলক বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের একটি পোস্ট চোখে পড়ল, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে তাঁর লেখা। কয়েকটি বাক্যেই তিনি অসাধারণভাবে যেন তুলে ধরলেন একজন পিতার মায়া মমতা, এক রাষ্ট্রনায়কের পরিকল্পনার দূরদর্শিতা, আর এক জাতির এগিয়ে যাওয়ার মহি সোপান। তিনি লিখেছেন, “একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধু নীতি নয়, এটি ব্যক্তিগত।” এই একটি বাক্যেই যেন রাষ্ট্র ও পরিবারের সীমারেখা ভেঙে এক অসামান্য মানবিক বার্তা পৌঁছে যায়, নারীর মর্যাদা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি...