বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম ঝলক প্রকাশ করার পর এবার নিজের নতুন লুক প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। গত ৭ অক্টোবর তার আসন্ন সিনেমা ‘সোলজার’র ৩৩ সেকেন্ডের ট্রেলার প্রকাশ হয়। যা নিয়ে শুরু হয় উত্তেজনা। এবার প্রকাশ্যে এল ভিন্ন এক শাকিব খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অচেনা অবতারে দেখা দিলেন এ নায়ক। যা নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। এদিন বেলা ১১টায় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন ঢালিউড তারকা। শাকিব খান পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে একটি বার্তা দিয়েছেন। তাতে লিখেছেন, ‘ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস’, অর্থাৎ―আপনার সেবায় আপনার সৈনিক। এ নায়ককে পোস্টারটিতে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখা গেছে। এতে তার ঠোঁটের উপরে মোটা গোঁফ এবং চোখে-মুখে তীক্ষ্ম অভিব্যক্তি দেখা...