ওয়েস্ট ইন্ডিজের সাদামাটা বোলিংয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ল ভারত। ৫ উইকেটে ৫১৮ রান তুলে দিল্লি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। ওপেনার যশস্বী জয়সওয়ালের পর সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুবমান গিল। ২৬ বছর বয়সী তারকার ক্যারিয়ারের এটি ১০ম টেস্ট সেঞ্চুরি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শনিবার ২ উইকেটে ৩১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১৭৩ রানে অপরাজিত জয়সওয়াল আর ২ রান যোগ করেই রান-আউট হয়ে যান। তার ২৫৮ বলের ইনিংসে ছিল ২২টি চারের মার। শুবমান গিল ১৭৭ বলে তিন অংক স্পর্শ করেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৯৬ বলে ১৬ চার ২ ছক্কায় ১২৯ রানে। এছাড়া নিতিশ কুমার রেড্ডি ৪৩ আর ধ্রুব জুরেল ৪৪ রানের...