একটি ত্রুটিমুক্ত ভোট করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা দরকার বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে তামাশা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর মৌচাকে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি। এসময় হামিদুর রহমান আযাদ দেশের জন্য যেটি কল্যাণকর সেটিই জামায়াত গ্রহণ করবে বলেও জানান। পরে অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নিম্নকক্ষে...