হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল ঢুকে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শুক্রবার (১১ অক্টোবর) রাত ২টার কিছু পরে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ২টার পর শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করে। উড়োজাহাজে দুইশ’র বেশি...