ভারতে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় বার্তা আদান-প্রদানের নতুন দেশীয় অ্যাপ ‘আরাত্তাই’ চালু হয়েছে। জোহো করপোরেশন তৈরি এই অ্যাপ সম্প্রতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র এক সপ্তাহে সাত মিলিয়নবার ডাউনলোড হয়েছে, যা আগের তুলনায় অতি উচ্চ সংখ্যা। ‘আরাত্তাই’ শব্দের অর্থ তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’। ২০২১ সালে সীমিত পরিসরে চালু হলেও তখন সাড়া কম ছিল। তবে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ প্রচারণা ও দেশীয় পণ্য ব্যবহারের আহ্বানে অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রীরা দেশীয় পণ্য ও অ্যাপ ব্যবহার প্রচারে উৎসাহ দিয়েছেন। জোহোর সিইও মণি ভেম্বু জানিয়েছেন, “মাত্র তিন দিনে দৈনিক সাইনআপ বেড়ে ৩ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার হয়েছে। এটি প্রমাণ করে ভারতীয় ব্যবহারকারীরা দেশীয় পণ্যে আগ্রহী।” অ্যাপটিতে হোয়াটসঅ্যাপের মতো বার্তা পাঠানো, ভয়েস ও ভিডিও কল,...