জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন।তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে প্রচার এবং দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারে এই কর্মসূচির আয়োজন করা হয়। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক, বাফার ভাইস চেয়ারম্যান এবং সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ। শনিবার (১০ অক্টোবর) সকালে জয়পুরহাটের কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে প্রচার ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা বলেন,...