গুগল সম্প্রতি “Gemini for Students” নামে একটি অফার ঘোষণা করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা একটি নির্ধারিত সময়ের জন্য বিনামূল্যে "জেমিনি প্রো" এর সুবিধা পেতে পারবে। এখন বাংলাদেশের শিক্ষার্থীরা বিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি প্রো ব্যবহার করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণাকে আরও সহজ করে তুলবে। জেমিনি প্রো হলো গুগলের তৈরি এআই মডেলের গুলোর মধ্যে সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী। এটি যেমন দ্রুত এবং নির্ভুল তথ্য জানায়, তেমনি এর সহেযাগিতায় জটিল গাণিতিক তথ্য বিশ্লেষণ, মহাকাশ বিজ্ঞানে কঠিন সমীকরণের সমাধান সহজেই করা যায়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন, উপস্থাপনাসহ শিক্ষা ও গবেষণার জন্য এই টুলটি খুব কার্যকরি। গুগল জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই–মেইল...