কাজের সময়সীমা নিয়ে বিতর্কে দীপিকা, পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ মা হওয়ার পর দিনপ্রতি আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন বিতর্কের কেন্দ্রে। এই সিদ্ধান্তের জেরে তিনি একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে। সর্বশেষ, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে। বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকার পরিবর্তে এই ছবিতে আলিয়া ভাটকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা সংস্থা। প্রযোজকদের ভাষ্য, ছবির শুটিংয়ে পূর্ণ সময় ও দায়বদ্ধতা দরকার— যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না। বিতর্ক বাড়তে থাকলে বৃহস্পতিবার রাতে নিজের অবস্থান পরিষ্কার করেন দীপিকা। তিনি বলেন, “বলিউডে অনেক পুরুষ তারকা রয়েছেন, যারা দিনে আট ঘণ্টা বা সাপ্তাহিক...