একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে পারিবারিক গল্পের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, প্রতি সপ্তাহের শুক্র থেকে রোববার রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি। নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, ছয় বছর ধরে নিখোঁজ প্রবাসী স্বামী জাহিদের অপেক্ষা করছে মিলি। পরিবারের সবাই ভেবে নিয়েছে জাহিদ আর বেঁচে নেই; বেঁচে থাকলে অন্তত একবার হলেও যোগাযোগ করত। কিন্তু মিলির দৃঢ় বিশ্বাস জাহিদ একদিন না একদিন ফিরে আসবেই। তাদের ছোট একটি মেয়ে রয়েছে যার নাম টিয়া। জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে। কিন্তু মিলির বাবা চান, মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি জাহিদের মাকে বোঝান মিলির জীবন থেমে থাকতে...