কানাডা সুপার সিক্সটিতে পরপর দুই ম্যাচে ভুলে যাওয়ার মতো দিন কাটালেন সাকিব আল হাসান। ১০ ওভারের এ ফ্র্যাঞ্চাইজি লিগে গতকাল শুক্রবার বল হাতে সুবিধা করতে পারেননি। ১ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন। পরে ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়েছেন। আজও বল হাতে ১ ওভারে ১৪ রান দেওয়ার (১ উইকেট) পর ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরেছেন সাকিব। তবে গতকাল হারলেও আজ ঠিকই জয়ের দেখা পেয়েছে সাকিবের দল মন্ট্রিয়াল। গতকাল সাকিবের বেহাল পারফরম্যান্সের দিনে আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তুলেছিল ভ্যাঙ্কুভার। রান তাড়ায় ৯ উইকেটে ১২৬ রানে আটকে গেছে মন্ট্রিয়াল। এতে ৮০ রানের বড় জয় পায় ভ্যাঙ্কুভার। পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠেছে দলটি। গতকালের বাজে পারফরম্যান্সের পর আজও মলিনই গেছে সাকিবের দিন। টরোন্টো সিক্সার্সের বিপক্ষে আজ বল...