অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়ার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। অভিনয় জীবনে ১০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে সিনেমার পাশাপাশি ফটোশুট ও নানা ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।ব্যক্তিগত জীবনেও তিনি সবসময় ছিলেন আলোচনায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৭ সালে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এর পরেই দাম্পত্য জীবনে দেখা দেয় ভাঙন, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।তবে মাঝে মাঝে ছেলে জয়কে নিয়ে শাকিব-অপুর একসঙ্গে দেখা মেলে— বিশেষ করে আমেরিকা সফরের সময়, যা আবারও আলোচনায় নিয়ে আসে সাবেক এই তারকা দম্পতিকে।এবারের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিল কি না— সেই প্রশ্নে...