মানুষের এই পৃথিবীর জীবন এক বিরাট পরীক্ষা। আল্লাহ তা’আলা মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান, বুদ্ধি ও চিন্তা-ভাবনার ক্ষমতা দিয়ে। পৃথিবীর অন্য কোনো প্রাণী এই বিশেষত্ব পায়নি। মানুষকে তিনি শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, দিয়েছেন জ্ঞানের আলো, রিজিকের ব্যবস্থা এবং দিয়েছেন চলার এক সোজা পথ, যা আল্লাহর পথে চলার পথ। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ সেই মহান দাতা ও সৃষ্টিকর্তার নির্দেশনা ভুলে গিয়ে অহংকারে, লালসায় ও ভোগবিলাসে মগ্ন হয়ে পড়েছে। আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে বলেন:“আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তারপর রিজিক দিয়েছেন, তারপর মৃত্যুদান করবেন, আবার জীবন দান করবেন।” (সূরা আর-রূম, আয়াত ৪০) এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে জীবন, মৃত্যু, রিজিক, জ্ঞান সবকিছুই আল্লাহর হাতে। মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই অর্জন করতে পারবে না। আমাদের প্রতিটি নিশ্বাস, প্রতিটি রুটি,...