ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচ্ছন্নতা ও অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রমে এসে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় ঢাকা মেডিকেলের সামনের সড়কে আর কোনো অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। শাহজাহান বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়টি নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে।” কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, "উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়...