মিয়ানমার থেকে অন্তত সাতটি সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্রের চালান প্রবেশ করছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই অপরাধকাণ্ডে অন্তত পাঁচটি চক্র জড়িত আছে। প্রতিটি চক্রেই কক্সবাজারের রোহিঙ্গারা জড়িত রয়েছে। এসব অস্ত্র মূলত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তিনটি পার্বত্য জেলার সন্ত্রাসীদের কাছে পৌঁছে যাচ্ছে।রোহিঙ্গা ক্যাম্প ও বিজিবি সূত্র বলছে- সম্প্রতি মিয়ানমার থেকে আগত অস্ত্রের প্রবাহ কয়েক বছর আগেও ছিল না। এখন মাদকের সঙ্গে মিলিয়ে অস্ত্রও আনা হচ্ছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে।কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন জানিয়েছেন, ৫ অক্টোবর ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় অভিযান চালিয়ে উখিয়া থানার পুলিশ দুটি অগ্নেয়াস্ত্র, পাঁচটি কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা এসব অস্ত্র ও মাদক মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে এসেছিল।তিনি আরও...