মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলাসহ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ধরেই ইতিমধ্যে নির্বাচন করতে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ভোটের মাঠে নেমে পড়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ এখন পুরোপুরি নির্বাচনী ট্রেনে। আসন্ন নির্বাচনে এ আসনে বর্তমানে দেশের সবচেয়ে বড় দল বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেয়নি এই দলটি। অপরদিকে দীর্ঘদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এস.এম আজিজুল হককে তাদের একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় পুরো নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন এই দুই ইসলামী দলের মনোনীত প্রার্থীরা। এই দুই...