ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করতে ‘স্পেশাল ক্লিনিং ক্যাম্পাস–২০২৫’ কর্মসূচি চালু করেছে ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এই উদ্যোগে একযোগে অংশ নেন প্রায় এক হাজার তিনশ পরিচ্ছন্নতা কর্মী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক—সবাইকে একসঙ্গে কাজ করার একটি সুন্দর উদাহরণ তৈরি করেছে। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থে অপরিহার্য। একসঙ্গে কাজ করলে আমরা আরও ভালো ফলাফল পাব।” তিনি জানান, এ কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া গেছে। পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের হল ও আশপাশের এলাকায় ধুলা-ময়লা পরিষ্কার, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা, রঙের কাজ ও রাস্তার...