বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো শিল্প খাত। গার্মেন্টস, কলকারখানা, ওষুধ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া, ইলেকট্রনিকস প্রতিটি খাতই দেশের রপ্তানি, কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতার প্রাণ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বিভিন্ন অভিযোগে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা ও পরিবার বিপন্ন অবস্থায় পড়ছে। বিশেষজ্ঞদের মতে, কোনো শিল্প প্রতিষ্ঠান অবৈধ কার্যক্রমে জড়িত থাকলে বা মালিক অপরাধে অভিযুক্ত হলে তার বিচার অবশ্যই হবে, কিন্তু সেই কারণে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সেটি অর্থনীতির জন্য আত্মঘাতী পদক্ষেপ। কারণ, একটি কলকারখানা বন্ধ মানেই কয়েকশ থেকে কয়েক হাজার শ্রমিকের জীবিকা থেমে যাওয়া। আর এটাই পরোক্ষভাবে বেকারত্ব, দারিদ্র্য ও অপরাধ বৃদ্ধির প্রধান উৎসে পরিণত হচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে কিছু গার্মেন্টস ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এসেছে। কোনটি কর ফাঁকি,...