মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলেছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বিশ্বকাপজয়ী এই তারকা গোলকিপার ম্যাচে কোনো গোল হজম করেননি। ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিয়েছে ১-০ গোলে। এর মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বেশি ক্লিন শিটধারী (গোল না খাওয়া) গোলরক্ষকের রেকর্ডের আরও কাছে চলে গেলেন মার্তিনেজ। ৩৩ বছর বয়সী মার্তিনেজকে অবশ্য ভেনেজুয়েলা তেমন পরীক্ষায় ফেলতে পরেনি। একবার মাত্র প্রতিপক্ষের শট ক্রসবারে লেগে ফিরেছে। এটি ছিল জাতীয় দলের হয়ে মার্তিনেজের ৫৬তম ম্যাচ, যার মধ্যে জিতেছেন ৪১টি, ড্র হয়েছে ১০টি এবং হারের সংখ্যা মাত্র ৫। এই সময়ের মধ্যে তিনি ৩৯টি ক্লিন শিট রেখেছেন, যা তাকে ইতিহাসের অন্যতম সফল আর্জেন্টাইন গোলরক্ষকে পরিণত করেছে। বর্তমানে ক্লিন শিটের দিক দিয়ে মার্তিনেজের ওপরে আছেন শুধু সের্জিও ‘চিকিটো’ রোমেরো। তিনি আর্জেন্টিনার হয়ে রেকর্ড ৪৭ ম্যাচে ক্লিন শিট রেখেছিলেন। এছাড়া...