ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া বিদেশিদের জন্য দারুণ এক পদক্ষেপ নিয়েছে মসজিদে নববী কর্তৃপক্ষ। এখন থেকে মসজিদে নববীর কোরআন শিক্ষার ক্লাসে অংশ নিতে পারবেন ভিজিট ভিসাধারী। পাশাপাশি তারা চাইলে মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ মেয়াদি আরবি ভাষা কোর্সেও ভর্তি হতে পারবেন। এতে দুই মাসের একটি অনন্য ধর্মীয় ও ভাষা–শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন স্বল্পমেয়াদি ভিসায় সৌদি আরবে যাওয়া বিদেশিরা। দ্য ইসলামিক ইনফরমেশন নামে এক ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য। মসজিদে নববীর ভেতরেই প্রতিদিন কোরআন শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী স্তরভিত্তিক পাঠদান করা হয় সেখানে। শুরুর পর্যায়ে যারা আছেন, তারা কিরাত ও উচ্চারণ শিখতে পারেন; আর উন্নত পর্যায়ের শিক্ষার্থীরা কোরআনের তাফসির বা ব্যাখ্যা অধ্যয়ন করেন। এছাড়াও ভিজিট ভিসাধারীদের জন্য মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে আরবি ভাষা শেখার একটি বিশেষ কোর্স...