বিশ্বকাপের টিকিট মানেই যেন সোনার হরিণ। সেটা অবশ্য টিকিটের প্রাপ্যতার কারণে। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিটে তার সঙ্গে যোগ হয়েছে তার বাড়তি দামও। তাও যেনতেন হারে বাড়েনি এই দাম, ২০২২ বিশ্বকাপের চেয়ে ১০ গুণ বেড়ে গেছে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম। এতটাই যে, আগের বিশ্বকাপে যে টাকা খরচ করে সবচেয়ে দামী আসনে বসে খেলা দেখা যেত, এবার সবচেয়ে কম দামী আসনে বসে খেলা দেখতে হলেও গুণতে হবে এর বেশি টাকা। এসব তথ্য দেখে স্পষ্ট হয়েছে, ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবার সব শ্রেণির টিকিটেই ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে ‘ক্যাটাগরি ৪’ বা সাধারণ দর্শকের জন্য নির্ধারিত টিকিটের দাম বেড়েছে প্রায় দশগুণ। কাতারে উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৫৫ ডলার। কিন্তু ২০২৬ সালের জন্য...