নিজস্ব প্রতিবেদক : ভিজিট ভিসায় সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের জন্য নতুন এক সুযোগ চালু করেছে মসজিদে নববী কর্তৃপক্ষ। এখন থেকে এসব ভিসাধারীরা সরাসরি মসজিদে নববীতে কোরআন শিক্ষার ক্লাসে অংশ নিতে পারবেন। শুধু তাই নয়, ইচ্ছুকদের জন্য রয়েছে মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহের বিশেষ আরবি ভাষা কোর্সে অংশগ্রহণের সুযোগও। প্রতিদিনের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় কোরআন শেখার ক্লাস। শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে স্তরভিত্তিক পাঠদান করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ধাপে ভাষা দক্ষতা অর্জনের সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের অবস্থান নববী মসজিদের পাশেই হওয়ায় ক্লাসে যাতায়াত সহজ ও ধারাবাহিকতা বজায় থাকে। মসজিদে নববীর ক্লাসে অংশ নিতে সহজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে। ইসলামিক ইউনিভার্সিটির কোর্সে অংশ নিতে নির্ধারিত ভর্তি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই দুইটি প্রোগ্রামের মাধ্যমে ভিজিট ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে প্রায় দুই মাসব্যাপী একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ও...