বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে তারা সাম্প্রতিক দিনগুলোতে খুব বেশি ভালো করতে পারছে না। গত এক বছরে মাত্র দুটি ওয়ানডেতে জয় পেয়েছে দলটি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই মিরাজ-শান্তদের। আজ শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অধিনায়ক মিরাজের ১৪১ বলে ১০১ রান জুটি বাংলাদেশকে খানিকটা স্বস্তি দিয়েছে। এছাড়া আর কোনো জুটি ৩০ পেরোতে পারেনি। তাই এই ম্যাচে ব্যাটিং অর্ডারে...