নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার—যা শিশুদের ‘নোবেল’ হিসেবেই পরিচিত—সে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য নেদারল্যান্ডসভিত্তিক KidsRights Foundation এ মনোনয়ন দিয়েছে। মাহবুব ২০২২ সালে কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২৪ সালে হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান। গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন নিজ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন The Change Bangladesh-কে। এই সংগঠনের মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করা। তার উদ্যোগে হাওর অঞ্চলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা এবং দরিদ্র...