নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। আর এতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে সেমিফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করেছিল টাইগ্রেসরা। তবে এরপর টানা দুই ম্যাচে পরাজিত হয়ে সেই স্বপ্নের পথে বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত চলমান এই ওয়ানডে বিশ্বকাপে খেলছে মোট আট দল। বাংলাদেশ ছাড়াও প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেখানে বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে খেলার সুযোগ পাবে মোট সাত ম্যাচ। প্রথম রাউন্ডের এই খেলা সেরা চারটি দল সুযোগ পাবে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার। তাই বাংলাদেশকে সেমির আশা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত থাকতে হবে শীর্ষ চার দলের মধ্যে। এরই মধ্যে নিগার সুলতানা জ্যোতিরা খেলে ফেলেছে নিজেদের প্রথম তিনটি ম্যাচ। যেখানে মাত্র...