রাজশাহীতে অনুষ্ঠিত ওয়াল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জারিফ থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন।বালিকা এককে চিনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরায়া আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৫৭ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। সাত দিনব্যাপী টুর্নামেন্টের বালিকা দ্বৈতে চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াংকে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈতে ভারতের শানমুগা সুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে...