আইসিসির নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল বাছাইপর্বের বাধা ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসা। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে তাই বাকি দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেও নেয়, তবুও তারা র্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্ট নিয়েই নিজেদের দশম অবস্থানে রয়ে যাবে। এরপর র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে। যদি আফগানিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করতে পারে বাংলাদেশ, তবে উইন্ডিজদের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ের নবম অবস্থানে উঠে আসবে লাল-সবুজের...