বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাটুভাঙ্গা রেল কোচিং সংলগ্ন একটি অডিটরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় রায়পুরা থেকে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির কার্যালয় সম্পাদক আব্দুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল,সহ সাংগঠনিক সম্পাদক...